ঢাকা, শুক্রবার ২৬, ডিসেম্বর ২০২৫ ৬:৩৮:৩৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:৫০ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:৩২ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তথ্য জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত হতে হবে। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সময়ের সর্বোচ্চ ব্যবহার করে সুযোগকে কাজে লাগাতে হবে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে শিক্ষার্থীদের।

 


আজ মঙ্গলবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় ‘চেঞ্জ মেকার্স অ্যাওয়ার্ড ফর ও’ লেভেল এন্ড এ’ লেভেল স্টুডেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান তিনি। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ও ডেইলি সান এ অনুষ্ঠানের আয়োজন করে।

 


তিনি বলেন, ‘বাংলাদেশের রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। আমরা সেই জাতি যে জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে । বঙ্গবন্ধুর ২৩ বছরের দীর্ঘ লড়াই সংগ্রাম আর আত্নত্যাগের ফসল এই স্বাধীন পতাকা এবং একটি অনন্য সংবিধান।’

 


তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়শীল দেশে উন্নীত হওয়ার গৌরব অর্জন করেছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে, ২০২৪ সালের মধ্যে পরিপূর্ণ উন্নয়নশীল দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশে পরিনত হবে।

 


শিরিন শারমিন চৌধুরী বলেন, মেধাবীদের স্বীকৃতি নতুন মেধাবী তৈরী ও সমৃদ্ধ জাতি গঠনে মুখ্য ভূমিকা পালন করে। শিক্ষা কার্যক্রমকে বেগবান ও মেধাবীদের মূল্যায়নের জন্য এ ধরনের সম্মাননা অনুপ্রেরণার সোপান হিসেবে বিবেচিত হবে।

 


তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু কারিকুলামে অন্তর্ভূক্ত বিষয়ে নয় এর পাশাপাশি জ্বালানী সংকট, জলাবায়ু পরিবর্তন, দুর্যোগ ব্যবস্থাপনা, শরণার্থী সমস্যা, জলবায়ুর কারণে সৃষ্ট উদ্বাস্তু সমস্যা সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হবে। কেননা জ্ঞানই শক্তি। জ্ঞান অর্জনের জন্য শিক্ষা জীবনই উৎকৃষ্ট সময়।

 

 

স্পিকার বলেন, বর্তমান বিশ্বে তিনিই গুরুত্বপূর্ণ যার কাছে সঠিক তথ্য রয়েছে। কেননা সঠিক তথ্য কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখে। তীব্র প্রতিযোগিতামূলক এ যুগে নিজেকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলে ইতিবাচক বিশ্ব গড়ায় অংশ নিতে হবে।

 

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভিসি প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ইউনিভার্সিটি গ্রান্ড কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ডেইলি সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী। এর আগে স্পিকার ৬ শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে পদক ও সনদপত্র বিতরণ করেন।