ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:৫৮:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অমর্ত্য সেনের জন্মদিনে অভিনেত্রী মেয়ের আবেগমাখা চিঠি

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৮ পিএম, ৬ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেনের জন্মদিন ছিল ৩ নভেম্বর। ৯২ বছরের চৌকাঠ টপকে তিনি পা রাখলেন ৯৩ বছরে। বাবার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগমাখা এক পোস্ট দিয়েছেন তাঁর অভিনেত্রী মেয়ে নন্দনা দেব সেন।

নন্দনা পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন পাঁচটি ছবি। পরিবার–পরিজনের পাশাপাশি একটি ছবিতে অর্থনীতিতে নোবেলজয়ী আরেক বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি ও তাঁর স্ত্রী নোবেলজয়ী এস্থার দুফলো আছেন।

অভিনয় প্রতিভার পাশাপাশি নন্দনা দেব সেন চিত্রনাট্যকার, শিশুসাহিত্যিক ও শিশু অধিকারকর্মী। পরিবারের মানুষের কাছে তিনি আদরের টুম্পা।

বাবা অমর্ত্য সেনকে ৪ নভেম্বর নন্দনা লিখেছেন:

বাবা,

তোমার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যত ভালো কিছু আমি পেয়েছি যেমন—বইয়ের প্রতি ভালোবাসা, সামাজিক ন্যায়বিচারের প্রতি সমর্থন, শর্ষের তেল, রবীন্দ্রসংগীত, যুক্তি–তর্ক—এর মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো আড্ডার প্রতি তোমার অফুরন্ত ভালোবাসা।

আড্ডা: এক নির্ভার প্রসঙ্গ ঘুরে বেড়ানো অবসর আলাপ। তুমি পরিবার বা বন্ধু, সহকর্মী কিংবা শিশু, যার সঙ্গেই থাকো না কেন; তোমার সঙ্গে আড্ডা মানেই জীবনের সবচেয়ে বড় আনন্দগুলোর একটি, বাবা।

জন্মদিনের অফুরান আড্ডা, রোদ্দুরে হাসতে হাসতে একসঙ্গে সময় কাটানোর সেই মুহূর্তগুলো বারবার আসুক। তোমাকে ভালোবাসি।

তোমার
টুম্পা।