ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৫:৪৮:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জাহানারার পাশে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ এএম, ৮ নভেম্বর ২০২৫ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমকে। জাহানারার এই পোস্ট নিয়ে বেশ আলোচনা চলছে ক্রিড়াঙ্গনে। অনেকে তারকা পেসারের পাশে দাঁড়ানোর অঙ্গিকার করেছেন। এদিকে, এক ফেসবুক পেস্টে জাহানারার পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা।

অনেক দিন ধরে আড়ালে থাকা মাশরাফি লিখেছেন, `বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।’

জাহানারার অভিযোগের পর অনেকেই এগিয়ে এসে পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল লস্বা একটা স্ট্যাটাস দিয়ে স্বাধীন তদন্ত কমিটি গড়ার আহ্বান জানান।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) সুষ্ঠ তদন্ত ও বিচার চেয়ে বিবৃতি দিয়েছে। জাহানারা আলমের সঠিক বিচার পাওয়ার বিষয়ে পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিমও।

তামিম ইকবাল তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাৎকারে নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন জাহানারা আলম। বিষয়টি বারবার বিসিবিতে বলার পরও প্রতিকার পাননি, এমন কথা বলেছেন জাহানারা।