হাইজাম্প-তারকা রুমকী কোচ হয়ে ফিরেছেন ফুটবলে
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১২ এএম, ৯ নভেম্বর ২০২৫ রবিবার
প্রতীকী ছবি।
জাতীয় দলের তারকা অ্যাথলেট উম্মে হাফসা রুমকি। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় হাইজাম্পে ৬ টি স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলেট এক সময় ফুটবলও খেলতেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের জার্সিতে প্রীতি ম্যাচ খেলেছেন চীন, জাপান ও কোরিয়া সফরে। আবার ফুটবল মাঠে ফিরেছেন রুমকী। তবে নতুন পরিচয়ে।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের গোলকিপার কোচ হিসেবে যোগ দিয়েছেন রুমকী। একসময় গোলরক্ষক পজিশনেরই খেলতেন জামালপুরের এই তরুণী।বয়সভিত্তিক মেয়েদের দলে গোলপোস্টের সামনে দাঁড়াতেন অতন্দ্র প্রহরী হয়ে।
অ্যাথলেটিক্স ও ফুটবল পাশাপাশি খেললেও রুমকি ২০১৭ সালে ফুটবলকে বিদায় জানিয়ে পুরোপুরি মনোনিবেশ করেন অ্যাথলেটিক্সে। অ্যাথলেটিকসে আসার পর গত আট বছর ধরে হাইজাম্পে আলো ছড়ান রুমকী। হাইজাম্পে সর্বোচ্চ ১.৭৪ মিটার পর্যন্ত লাফিয়েছেন।
ফুটবলের মায়া ছাড়তে পাারেননি বলেই নৌবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের গোলরক্ষক কোচ হিসাবে রুমকি যোগ দিয়েছেন শনিবার। কোচ হওয়ার আগে সম্পন্ন করেছেন কোর্স ও ডিপ্লোম। বর্তমানে রুমকী চট্টগ্রামে অবস্থানরত অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে রয়েছেন।
