হাজার ভিউ থেকেও আয় করা সম্ভব
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:১৫ এএম, ১০ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
আজকাল প্রায় সবাই সোশ্যাল মিডিয়ায় সরব। অনেকে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা রিল আর ভিডিও বানিয়ে আয় করছেন লাখ টাকা। ফেসবুক এমন প্ল্যাটফর্ম, যেখানে কনটেন্ট ক্রিয়েটররা ভিউয়ের ওপর ভিত্তি করে আয় করতে পারেন। শুধু বিনোদন নয়, ফেসবুক এখন অনেকের কাছেই আয়ের উৎস।
ফেসবুক থেকে আয় করতে হলে প্রথমে নিজের অ্যাকাউন্ট মনিটাইজ করতে হবে। এর পরই নিজের তৈরি সব ভিডিও থেকে আয়ের পথ তৈরি হবে। এতে আয়ের পরিধি সরাসরি নির্ভর করে ভিডিওর ভিউ, লাইক, শেয়ার, কমেন্ট, দর্শক অবস্থান ও বিজ্ঞাপনের ওপর। অর্থাৎ দর্শক কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন ও তাতে বিজ্ঞাপন কতটা কার্যকর হচ্ছে– এসব কিছুর ওপরই আয় নির্ভর করে।
তথ্য বলছে, প্রতি হাজার ভিউয়ে গড়ে ২ থেকে ১০ ডলার (প্রায় ২৫০ থেকে ১২০০ টাকা) আয় করা সম্ভব। তবে এটি সব সময় বা সবার জন্য একই রকম হয় না। ২০২৫ সালে ফেসবুক রিল থেকে আয় বেড়েছে, যেখানে হাই কোয়ালিটি কনটেন্ট থেকে ১৫-৫০ ডলার পর্যন্ত আয় করা সম্ভব।
তবে ফেসবুক থেকে আয় বাড়ানোর বিশেষ কয়েকটি উপায় রয়েছে। ভিডিওতে প্রদর্শিত বিজ্ঞাপনে যত বেশি ক্লিক হবে, আয় সে হারেই বাড়বে। যদি দর্শক উন্নত দেশে, যেমন– যুক্তরাষ্ট্র বা ইউরোপ থেকে আপনার তৈরি ভিডিও দেখেন, তাহলে আয় অনেকাংশে বাড়বে। ভিডিওর মান ও দর্শকের সঙ্গে সরাসরি সংযোগে রিপ্লাই, কমেন্ট ও আয়ের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে। এতে মাত্র কয়েক মিনিটের ভিডিও হলেও সঠিক কৌশল ও দৃষ্টিনন্দন কনটেন্টের মাধ্যমে ফেসবুক থেকে কৌশলে আয় করা সম্ভব। এমনকি মাত্র হাজার ভিউয়ের কনটেন্ট থেকেও আয় করা যায়।
