ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২১:৫৬:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৫ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার

চলতি বছরে এশিয়া কাপ ও বিশ্বকাপ বাছাইপর্বের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। মাত্র ৩০ রানেই অলআউট হয়ে যায় সালমার দল। 


বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি ও ভেজা আউটফিল্ডজনিত সমস্যার কারণে ১৪ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তান আগে ব্যাট করে ৮৮ রানের সংগ্রহ করে। জবাবে ১২.৫ ওভারে মাত্র ৩০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ৫৮ রানে হারে বাংলার মেয়েরা।


বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯ রান করেন রুমানা আহমেদ। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার ছাড়া কেউই একটিও বাউন্ডারি মারতে সক্ষম হননি। অন্যান্য ব্যাটসম্যানদের রানের স্কোরটা ছিল এমন ২, ১, ২, ৬, ২, ০, ৩, ০, ০, ২।

এ পরাজয়ে ৪ ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে গেল বাংলাদেশ। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। সিরিজের শেষ দুই ম্যাচ মাঠে গড়াবে ৫ ও ৬ অক্টোবর। ৮ অক্টোবর একমাত্র ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।