ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৫:২৩:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

চট্টগ্রাম বন্দর ঘিরে ফের এক মাস মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৮ এএম, ১২ নভেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরসংলগ্ন এলাকায় সব ধরনের মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধন ও পথসভা নিষিদ্ধের মেয়াদ এক মাসের জন্য বাড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত ১১ অক্টোবর থেকে এক মাসের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছিল।

মঙ্গলবার (১১ নভেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের অধিকাংশ আমদানি ও রপ্তানি সম্পন্ন হয়। প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছয় হাজার ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইম মুভারসহ বিভিন্ন ধরনের পণ্যবাহী যানবাহন বন্দরে প্রবেশ করে ও বের হয়। এই বিপুল যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বন্দরের আশপাশে যানজটমুক্ত পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বন্দরের গুরুত্বপূর্ণ সড়ক ও প্রবেশ এলাকাগুলোতে রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের মিছিল, মানববন্ধন বা সমাবেশের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম বিলম্বিত হওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

সিএমপি জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৩০ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ১২ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরসংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, ৩ নম্বর জেটি গেট, কাস্টমস মোড় এবং সল্টগোলা ক্রসিংয়ে সব ধরনের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি আয়োজন নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে সিএমপি।