ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৪:১৫:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শুধু বিজ্ঞাপনেই ভরসা রাখছেন না ইউটিউবাররা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫১ এএম, ১২ নভেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব এখন শুধু বিনোদনের জায়গা নয়, এটি হয়ে উঠেছে ক্রিয়েটরদের জন্য ব্যবসার মাধ্যম। ভিডিওর বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্যাকেজ যেখানে আগে ছিল আয়–উৎসের প্রধান পথ সেখানে অনেক ইউটিউবার এখন হাঁটছেন ভিন্ন পথে। বিজ্ঞাপন থেকে আয়ের অনিশ্চয়তা ও অ্যালগরিদম পরিবর্তনের কারণে তারা এখন বিকল্প আয় উৎস তৈরি করছেন। 

বিজ্ঞাপন তুলে নিয়ে অনেকেই নিজস্ব পণ্যের লাইন, অফলাইন স্টোর, রেস্টুরেন্ট, কফি ব্র্যান্ড খোলার মতো উদ্যোগ নিচ্ছেন। উদাহরণস্বরূপ, ইউটিউব তারকা মিস্টার বিস্ট তার ভিডিও চ্যানেলের বাইরে ফিউচাবল করে তুলেছেন শপিং, স্ন্যাক্স ব্র্যান্ড, বার্গার চেইন ও খেলনা লাইনসহ একাধিক ব্যবসা। 

এমা চেম্বারলেইন কেবল ভ্লগারই নন, ২০১৯ সালে চালু করেন তার কফি কোম্পানি “চেম্বারলেইন কফি”। কেবল অনলাইনে নয়, এখন সুপারমার্কেট ও রিটেল চেইনে বিক্রি হচ্ছে। আয় দ্রুত বাড়ছে। 

তাদের এসব উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে- অনলাইন প্ল্যাটফর্মের নিয়ম, বিজ্ঞাপন নীতিমালা ও দৃশ্যমানতা হঠাৎ বদলানো। ভিডিওতে বিজ্ঞাপন পাওয়া, ভারসাম্য বজায় রাখা, অ্যালগরিদমে সুখ্যাতি ধরে রাখা- সবই এখন ক্রিয়েটরদের জন্য চ্যালেঞ্জ। তাই আয় উৎসের বিচিত্রতা তৈরি হচ্ছে। 

ক্রিয়েটররা এখন এমন ব্যবসা গড়ে তুলছেন, যা প্ল্যাটফর্ম-নির্ভর নয়। যাতে যদি কদিন পরে অ্যালগরিদম পরিবর্তিত হয়, বিজ্ঞাপন আয় হঠাৎ কমে যায়, তখনও ব্যবসা চলতে পারে।

বাংলাদেশের তরুণ ইউটিউবারদের জন্য এই পর্যবেক্ষণ গুরুত্বপূর্ণ। শুধু ভিউ বাড়িয়ে বিজ্ঞাপন আয় করা আর নিরাপদ নয়। নিজের ব্র্যান্ড, পণ্যের লাইন, অনলাইন-অফলাইন আয়োজন— এসব চিন্তা করা এখন সময়ের দাবি। দেখা যাচ্ছে, ইউটিউবাররা এখন কনটেন্ট নির্মাতা থেকে ব্যবসায়ী হয়ে উঠছেন।

অতীতের দিনে যেখানে শুধুই ভিডিও বানিয়ে বিজ্ঞাপন থেকে আয় করার সুযোগ ছিল, আজ সেই মডেল বদলে গেছে। যারা সম্পাদকীয় কনটেন্ট তৈরি করছেন, তারা এখন ঠিক সেই কনটেন্টের সঙ্গে নিজের ব্র্যান্ড যুক্ত করে দিচ্ছেন। এটি শুধু আয়ের পথই নয়, দীর্ঘমেয়াদে স্থায়িত্বের পথ।