ঘুষের টাকা গুনে নেওয়া ভূমি অফিসের নারী কর্মচারী বরখাস্ত
নীলফামারী প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫৭ পিএম, ১৩ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
নীলফামারী সদর উপজেলা ভূমি অফিসের জারিকারক হাসফিয়া আক্তার বানু চৌধুরীকে ঘুষ নেওয়ার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে| তার ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান সাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়, হাফসিয়া আক্তার বানু চৌধুরী বর্তমানে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি অফিসে জারিকারক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি নীলফামারী সদর উপজেলা ভূমি অফিসে ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে জমির নামজারি সংক্রান্ত কাজে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।
ভিডিও প্রকাশের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীর শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী অভিযোগের তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্ত চলাকালীন সময়ের জন্য তাকে আগামীকাল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এরআগে ঘুষ নেওয়া ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি জমির নামজারি করতে অফিসে এসেছেন। এ সময় হাসফিয়া আক্তার তার কাছ থেকে ঘুষের টাকা গুনে নিচ্ছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনার কাজ হয়ে যাবে, চিন্তা করবেন না। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গত রোববার তাকে বদলি করা হয়েছিল। তবে তদন্তের স্বার্থে বুধবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ বিষয়ে নীলফামারী সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার বলেন, “আগে তাকে বরখাস্ত করার আদেশের কপিটি পেয়েছি। এর আগে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে বদলি করা হয়।
