ঢাকায় দুই মেডিকেল কলেজে ভর্তি বন্ধ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৩৭ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
দেশে আরও একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। অনুমোদনপ্রাপ্ত কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি করা যাবে। এদিকে দুটি বেসরকারি মেডিকেল কলেজে আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সোমবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নতুন বেসরকারি মেডিকেল কলেজে পাঠদানের অনুমোদন দিয়েছে। মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। খুব শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।
জানা গেছে, নতুন কলেজটি হলো ঢাকার জুরাইনের ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ, যেখানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
অন্যদিকে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে আছে শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ এবং মুন্সীগঞ্জের ভূইয়া মেডিকেল কলেজ। মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এই দুই কলেজে ন্যূনতম সুযোগ-সুবিধা এবং শিক্ষার মান নিশ্চিত না হওয়ায় আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি করা যাবে না।
আগামী কয়েক দিনের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিশ জারি হবে। মন্ত্রণালয় আশা করছে, নতুন অনুমোদিত মেডিকেল কলেজ শিক্ষার মান নিশ্চিত করে শিক্ষার্থীদের জন্য ভালো শিক্ষা পরিবেশ নিশ্চিত করবে।
