ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৫:৫৪:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আর্জেন্টিনা আসছে না বাংলাদেশে

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০২ এএম, ১৫ নভেম্বর ২০২৫ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রথমবারের মতো কাবাডি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। নারী কাবাডি বিশ্বকাপের এই আসরে অংশগ্রহণের কথা ছিল আর্জেন্টিনার। শেষ মুহূর্তে আর্জেন্টিনা এই আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। 

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, ‘আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন থেকে আমরা জেনেছি আর্জেন্টিনা নারী বিশ্বকাপে অংশগ্রহণ করছে না। স্বাগতিক হিসেবে আমরা স্থানীয় আবাসন ও অন্য সুযোগ-সুবিধা প্রদান করছি। যাতায়াতের বিষয়টি আন্তর্জাতিক কাবাডি ফেডারেশনের। হয়তো নারী বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আন্তর্জতিক কাবাডি ফেডারেশন ও আর্জেন্টিনার মধ্যে কোনো কিছু হয়েছে। এর বাইরে আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই।’

আর্জেন্টিনা না আসায় এখন সফরকারী দেশের সংখ্যা দাঁড়িয়েছে ১২টি। ফেডারেশনের তথ্য ইতোমধ্যে জাঞ্জিবার ঢাকায় এসেছে। আজ রাতে আসবে আরও দু'টি দেশ। স্বাগতিক বাংলাদেশ ছাড়া অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চাইনিজ তাইপে,জার্মানি, হল্যান্ড, ইরান, জাপান, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, নেপাল, থাইল্যান্ড, উগান্ডা এবং জাঞ্জিবার। আর্জেন্টিনা এবার ঢাকায় বিশ্বকাপে না আসলেও কাবাডি ফেডারেশনের আমন্ত্রণমূলক টুর্নামেন্টে আর্জেন্টিনার পুরুষ কাবাডি দল এসেছিল।

মাস খানেক আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কাবাডি ফেডারেশন ১৫ নভেম্বর থেকে বিশ্বকাপ শুরুর সময়সূচি জানিয়েছিল। আজ প্রেস বিজ্ঞপ্তিতে অবশ্য দুই দিন পিছিয়ে ১৭ নভেম্বর টুর্নামেন্ট শুরুর তারিখ দিয়েছে। কাবাডির মূল ভেন্যু পল্টনস্থ কাবাডি স্টেডিয়াম। বিশ্বকাপ কাবাডি অনুষ্ঠিত হবে মিরপুরের শহীদ সোহরওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।