আগুন সন্ত্রাসীদের দেখামাত্রই গুলির নির্দেশ ডিএমপি কমিশনারের
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:৪৩ এএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, বাসে আগুন দিচ্ছে, পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করছে এবং মানুষের জান-মাল নিয়ে খেলছে, তাদের প্রতিরোধে দেখামাত্রই গুলির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
রোববার (১৬ নভেম্বর) রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলীর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বাংলানিউজ জানতে চায়, যারা অগ্নিসন্ত্রাস চালাচ্ছে, বাসে আগুন দিচ্ছে, তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আপনার পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না।
প্রশ্নের উত্তরে তিনি লেখেন, ‘Yes, police will shoot them at sight’ অর্থাৎ, ‘হ্যাঁ, পুলিশ তাদের দেখামাত্রই গুলি করবে।’
এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজও পুলিশকে আগ্নেয়াস্ত্র ব্যবহারের নির্দেশ দেন। চট্টগ্রাম নগরীর নিরাপত্তা জোরদার করতে দেওয়া বেতার বার্তায় নগরীতে যেসব আগ্নেয়াস্ত্র বহনকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী রয়েছে, তাদের দেখামাত্র সাবমেশিন গান (এসএমজি) ব্যবহার করার জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি।
তার ওই নির্দেশনাকে কেন্দ্র করে তখন দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল।
