ইসলামিক গেমসে উশুতে ব্রোঞ্জ বাংলাদেশের
ক্রীড়া প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:২৬ এএম, ১৭ নভেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
সৌদি আরবের রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ আরেকটি পদক পেয়েছে। উশু নারী ৫৬ ওজন কেজি শ্রেণীতে শিখা খাতুন ব্রোঞ্জ জেতেছেন। তিনি সেমিফাইনালে হেরেও এই পদক জিতেছেন। উশুতে বিজিত সেমিফাইনালিস্টও পদক জেতেন।
৬০ কেজি ওজন শ্রেণীতে প্রতিযোগী ছিলেন মাত্র ৬ জন। এজন্য বাংলাদেশের সাকি আক্তারকে আলাদাভাবে ব্রোঞ্জের জন্য লড়তে হয়েছিল। তিউনিশিয়ার উশুকার কাছে হেরে যাওয়ায় তিনি পদক পাননি। একটি প্রতিযোগিতায় সাধারণত আট জন প্রতিযোগী হলে সেমিফাইনালে পরাজিত খেলোয়াড়ও পদক পান। আট জনের কম হলে আলাদা ব্রোঞ্জের লড়াই হয়। সেই লড়াইয়ে হারায় বাংলাদেশ আরেকটি পদক হাতছাড়া করেছে।
সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের মোট পদক পাঁচটি। ভারত্তোলক মারজিয়া তিনটি ব্রোঞ্জ, টিটির মিশ্র দল রৌপ্য ও উশুতে শিখা ব্রোঞ্জ জিতেছেন।
