ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৫:২১:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সারাদেশে ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত দুই শতাধিক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪২ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত দুই শতাধিক

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত দুই শতাধিক

রাজধানী ঢাকাসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন দুই শতাধিকের বেশি মানুষ, যদিও আহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়।

নিহতদের মধ্যে ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন এবং নারায়ণগঞ্জে একজন রয়েছেন। নিহতদের দুইজন শিশু। নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতকের মৃত্যু হয় এবং নরসিংদীতে ওমর নামে এক শিশুর প্রাণহানি ঘটে। রাজধানীর কসাইতলীতে পাঁচতলা ভবনের রেলিং ভেঙে তিন পথচারী নিহত হন। তাদের মধ্যে সবুজ (৩০), রাফিউল (২০) নামে এক মেডিকেল শিক্ষার্থী ও অজ্ঞাতপরিচয় একজন রয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হয়েছে, ঢাকা মেডিকেলে ১০ জন, গাজীপুরের তাজউদ্দীন মেডিকেলে ৭২ জন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮৬ জন এবং নরসিংদী জেলা হাসপাতালে ৪৫ জন আহত চিকিৎসাধীন। অনেককে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে, তবে কয়েকজনকে গুরুতর অবস্থায় অন্যান্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদী এলাকায়, গভীরতা প্রায় ১০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস মাত্রা ৫ দশমিক ৫ বলে জানিয়েছে।

ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাজধানীসহ বিভিন্ন স্থানে মানুষ আতঙ্কে ভবন থেকে বের হয়ে রাস্তায় নেমে আসে। কিছু স্থাপনায় ফাটল ও ভগ্নাংশ পড়ার খবর পাওয়া গেছে। নিহত ও আহতের সংখ্যা দ্রুতই হালনাগাদ হতে পারে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।