ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:২২:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে একান্তে কথা বললেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৮ পিএম, ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার

সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে একান্তে কথা বললেন প্রধান উপদেষ্টা

সেনাকুঞ্জে খালেদা জিয়ার সঙ্গে একান্তে কথা বললেন প্রধান উপদেষ্টা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস একান্তে কয়েক মিনিট কথা বলেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সেনাকুঞ্জে পৌঁছালে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ জামান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন।

তবে প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি।

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে রয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার ও মিসেস নাসরিন সাঈদ ইস্কান্দার।

 এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদও সেনাকুঞ্চের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।

উল্লেখ্য, গত বছরও সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিয়েছিলেন।