যুদ্ধবিরতির পরও গাজায় শিশু নিহতের সংখ্যা বাড়ছে
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০৩ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার
যুদ্ধবিরতির পরও গাজায় শিশু নিহতের সংখ্যা বাড়ছে
গাজায় দুই বছরের টানা সহিংসতার পর গত মাসে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও বাস্তবে শিশুদের ওপর হামলা থামেনি—এমন উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পরবর্তী সময়েই সেখানে অন্তত ৬৭ শিশুর মৃত্যু ঘটেছে।
আল জাজিরার শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নবজাতকসহ এ সংখ্যক শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। সংস্থার মুখপাত্র রিকার্ডো পিরেস জেনেভায় এক ব্রিফিংয়ে জানান, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় বিমান হামলায় একটি নবজাতক মেয়েশিশু নিহত হয়েছে। এর আগের দিনও বিভিন্ন স্থানে একাধিক হামলায় সাত শিশু প্রাণ হারায়।
পিরেস বলেন, “ঘোষিত যুদ্ধবিরতির মধ্যেই এসব ঘটনা ঘটছে। পরিস্থিতি ভয়াবহ রকমের উদ্বেগজনক।”
তিনি আরও যোগ করেন, “প্রতিটি হারানো শিশু কেবল একটি সংখ্যা নয়—একটি পরিবার, একটি স্বপ্ন, একটি ভবিষ্যৎ মুহূর্তেই নিভে যাচ্ছে।”
ইউনিসেফ জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৬৪ হাজার শিশু নিহত বা আহত হয়েছে। তাদের মতে, গাজার সবচেয়ে বড় ভুক্তভোগী হলো শিশুরাই।
এদিকে শিশু সহায়তামূলক সংস্থা সেভ দ্য চিলড্রেন জানায়, ২০২৪ সালে প্রতি মাসে গড়ে ৪৭৫ ফিলিস্তিনি শিশু গুরুতর আহত হয়ে জীবনভর পঙ্গুত্ব বরণ করছে। অনেকের মস্তিষ্কে আঘাত, কারও শরীরজুড়ে দগ্ধ ক্ষত—গাজাকে তারা আধুনিক ইতিহাসে সবচেয়ে বেশি শিশুর অঙ্গচ্ছেদের অঞ্চল হিসেবে উল্লেখ করেছে।
পিরেস আরও বলেন, বহু শিশু খোলা জায়গায় কিংবা বন্যায় ক্ষতিগ্রস্ত অস্থায়ী আশ্রয়ে থাকতে বাধ্য হচ্ছে। “গাজার শিশুদের জন্য নিরাপদ জায়গা বলতে আসলে কিছুই নেই। তাদের যন্ত্রণা গ্রহণযোগ্য নয়”—মন্তব্য করেন তিনি।
তিনি সতর্ক করে বলেন, ধ্বংসস্তূপের মাঝে শীতের তীব্র ঠান্ডা মোকাবিলা করে লাখো শিশুর দিন কাটছে, যা তাদের জন্য নতুন আরেকটি হুমকি হয়ে দেখা দিয়েছে।
সূত্র: আল জাজিরা
