ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৩:০৫:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভূমিকম্পে ফাটল ধরেছে মেট্রোরেলের ৬ স্টেশনে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩১ এএম, ২২ নভেম্বর ২০২৫ শনিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

রাজধানী ঢাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মেট্রোরেলের একাধিক স্টেশনে ধরা পড়েছে ফাটল। রাজধানীর কারওয়ান বাজার, বিজয় সরণি, পল্লবী, মিরপুর ১০, মিরপুর ১১ এবং ফার্মগেটসহ বিভিন্ন স্টেশনের ফ্লোর, দেয়াল ও টাইলসে নতুন ক্ষতির চিহ্ন দেখা গেছে।

কারওয়ান বাজার ও বিজয় সরণি স্টেশনের বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষের ফ্লোরে স্পষ্ট ফাটল দেখা গেছে। বিজয় সরণির সাব-স্টেশনের প্রবেশদ্বারের দেয়ালেও ফাটল ধরেছে। পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষ ও বৈদ্যুতিক সাব-স্টেশন কক্ষেও ফাটল পাওয়া যায়।

মিরপুর ১০ স্টেশনের এক কর্মী জানান, ভেতরের কয়েকটি টাইলসেও ফাটল দেখা দিয়েছে। একই তথ্য নিশ্চিত করেছেন মিরপুর ১১, ফার্মগেট ও বিজয় সরণির একাধিক স্টেশন কর্মী।

পল্লবী স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্ব পালন করা স্টেশন কন্ট্রোলার প্রথমে ফাটলের তথ্য অস্বীকার করলেও পরে ফাটল দেখালে বলেন, আগেও থাকতে পারে, আবার ভূমিকম্পেও ফাটতে পারে। আমি আগে খেয়াল করিনি।

ভূমিকম্পের পর স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার হলেও বিকেল থেকে মেট্রোরেল স্বাভাবিকভাবেই চলাচল শুরু করে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন যাত্রীরা। তারা বলেন, এত ফাটল থাকার পরও মেট্রোরেল চালানো ঠিক হয়নি। বিপদ ঘটতে কতক্ষণ?

শুভ নামে এক যাত্রী বলেন, মেট্রোরেল খুব উপকারী। এত ব্যয়ে নির্মিত অবকাঠামোতে এমন ক্ষতি হতাশাজনক। তবে প্রাকৃতিক দুর্যোগ হলে কিছু করার থাকে না।

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ফাটল আমরা দেখেছি। এগুলো গুরুতর নয়। আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

মেট্রোরেল চলাচল নিরাপদ কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ট্রায়াল রান করে নিশ্চিত হয়েই চলাচল শুরু করা হয়েছে।