ভূমিকম্পে আহতদের জন্য জরুরি চিকিৎসায় প্রস্তুত বিএমইউ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৩৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার (২১ নভেম্বর) ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর শনিবার (২২ নভেম্বর) আবারও ৩ দশমিক ৩ মাত্রার মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে এই পরিস্থিতিতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এবং হতাহত হলে চিকিৎসায় জরুরি প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।
শনিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের তাৎক্ষণিক নির্দেশে এই প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভূমিকম্পে আহত রোগীদের দ্রুত সেবা দিতে বিএমইউর সাধারণ জরুরি বিভাগে প্রাথমিকভাবে চারটি শয্যা সংরক্ষিত রাখা হয়েছে। পরিস্থিতি অনুযায়ী শয্যা সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানায় কর্তৃপক্ষ।
চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিউরোসার্জারি, অর্থোপেডিক সার্জারি এবং অ্যানেসথেশিয়া, এনালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বিএমইউর নবনিযুক্ত পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, সাধারণ জরুরি বিভাগে ইভিনিং শিফটে দায়িত্ব পালন করবেন ডা. অমিত এবং ডা. নুসরাত শারমিন।
