ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ৬:১৫:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেয়েদের ফাইনালে ওঠার লড়াই আজ

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:১৫ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:৫৮ পিএম, ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার

সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্যে আজ ভুটানের মুখোমুখি হচ্ছে বাংলার মেয়েরা।

 

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।



বাংলাদেশ দল নিজেদের প্রথম খেলায় পাকিস্তানকে ১৭-০ গোলে হারায়। পরের ম্যাচে নেপালের বিরুদ্ধে ২-১ গোলে জয়ী হয়। দুই জয় নিয়ে মেয়েরা বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে। অন্য দিকে ভুটানের মেয়েরা একটি করে জয় ও ড্রয়ের সুবাদে এ গ্রুপ রানার্স আপ হয়।

 

জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, খেলার মধ্যে থাকা বাংলাদেশ দল আজও ভালো করবে। তার মতে মেয়েরা জয়ের জন্যই খেলবে।