ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৩:৫৪:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১২ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২৩ নভেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হিমালয় কন্যা খ্যাত দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে গত ১০ দিন ধরে দিন ও রাতের তাপমাত্রা ওঠানামা করছে। দিনে গরম থাকলেও রাতে বেশ শীত পড়ছে।

গত ১০ দিনে এ জেলার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করলেও রাতের তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির ঘরে ওঠানামা করছিল। 

তবে রোববার (২৩ নভেম্বর) এক লাফে ২ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে তাপমাত্রা। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। 

একই সঙ্গে বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। এ কারণে ভোর পর্যন্ত হালকা কুয়াশা দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উঁকি দেয় সূর্য।

স্থানীয়রা বলছেন, দিনভর ঝলমলে রোদ আর গরম থাকলেও রাতে কমে যাচ্ছে তাপমাত্রা। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বাংলানিউজকে জানান, শনিবার (২২ নভেম্বর) এ জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস। যা রাতে কমে গিয়ে রোববার সকালের রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

তিনি আরও বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নামতে পারে। তখন মৃদু শৈত্যপ্রবাহ বইতে পারে উত্তরাঞ্চলে।