ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৪:২৯:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাবিনাদের দেড় কোটি টাকার নতুন ডেডলাইন তাবিথের

ক্রীড়া প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫১ এএম, ২৪ নভেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত বছর ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হয়েছিল। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন বাফুফের নতুন কমিটি আসার পরপরই সাবিনারা সাফ চ্যাম্পিয়ন ট্রফি উপহার দিয়েছিলেন। ৯ নভেম্বর বাফুফের নতুন কমিটির প্রথম সভায় সাফ চ্যাম্পিয়ন দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। 

এক বছর পেরিয়ে গেলেও সাবিনারা সেই বোনাস এখনো পাননি। বাফুফে সভার পরই সাংবাদিকরা বোনাস নিয়ে প্রশ্ন করে সদুত্তর পান না। আজ নারী ফুটবলে মিশন অস্ট্রেলিয়ার নতুন পার্টনার ঘোষণার সময় সাফ চ্যাম্পিয়নের বোনাস প্রসঙ্গ এসেছিল। তখন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘হ্যাঁ, আমাদের প্রতিশ্রুতি ছিল, সেটা এখনো দিতে পারিনি। এই অর্থ বছরের মধ্যে আমরা সেটা পূরণ করব।’

বাংলাদেশের আর্থিক বর্ষ ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত। তবে বাফুফে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আর্থিক বছর অনুসরণ করে। সেই হিসেবে ৩১ ডিসেম্বরের মধ্যে বাফুফে সভাপতি সাবিনাদের আর্থিক প্রতিশ্রুতি পূরণ করতে চান। 

সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর সাবিনারা বিসিবি, যুব ও ক্রীড়া উপদেষ্টা, অলিম্পিক অ্যাসোসিয়েশন, সেনাবাহিনীসহ আরো অনেক ব্যক্তি/প্রতিষ্ঠানের কাছে আর্থিক সম্মাননা ও সংবর্ধনা পেয়েছেন। অথচ বাফুফেই তাদের ঝুলিয়ে রেখেছে এক বছরের বেশি সময়।

নারী ফুটবলে নতুন পৃষ্ঠপোষক এসেছে। সেই উপলক্ষে বাফুফে ভবনে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও সংবাদ সম্মেলন হয়েছে। সেখানে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ছিলেন না। এ নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘আমাদের আভ্যন্তরীণ মিস কমিউনিকেশনের জন্য এটা হয়েছে।’

আনুষ্ঠানিক সম্মেলন কিংবা কোনো অনুষ্ঠানে দাওয়াত বা অবহিতের বিষয়টি সাধারণ সম্পাদকই তত্ত্বাবধায়ন করে থাকেন। তাহলে কি সাধারণ সম্পাদকের দায়িত্বহীনতা? এমন প্রশ্নে বাফুফে সভাপতি নিজেই দায় নিলেন, ‘সাধারণ সম্পাদক, ইসি মেম্বার বা ফুটবলের পরিবারের যারই হোক, সভাপতি হিসেবে আমি দায়বদ্ধ। এজন্য দুঃখপ্রকাশ করতেও দ্বিধা নেই।