ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৪:১৫:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

পরিত্যক্ত ভবনে নারীকে ধর্ষণের পর হত্যা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার পরিত্যক্ত ভবন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার পুরাতন ভবনের পরিত্যক্ত একটি রুম থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে আখাউড়া থানা পুলিশ।

পুলিশের ধারণা, অজ্ঞাত কেউ ওই নারীকে (৪৮) ধর্ষণের পর পরনের শাড়ির আঁচল গলায় প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন। তিনি যুগান্তরকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় শাড়ির আঁচল প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে; যা গলায় আঘাতের চিহ্নও রয়েছে। কেউ তাকে ধর্ষণের পর অর্ধনগ্ন অবস্থায় খুন করে পালিয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদনের মাধ্যমে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা জানা যাবে।

নিহত নারীর মেয়ে (২৫) ও ছেলে (৩৫) জানান, তাদের মা আখাউড়া পৌরশহরের সড়কবাজারের কাঁচাবাজারের আড়তে পরিচ্ছন্নতার কাজ করতেন। মঙ্গলবার ভোরে তাকে বাসা থেকে ফোন করে কে বা কারা নিয়ে আসে। এরপর সারাদিন তাদের মা আর বাসায় ফিরে যাননি।

আখাউড়া পৌরসভার নিরাপত্তা কর্মী বাপ্পা দাস জানান, পৌরসভার পুরাতন ভবনের জানালার গ্রিল মেরামত করতে মাগরিবের আগমুহূর্তে আসা ওয়ার্কশপ মিস্ত্রির কাছে খবর পেয়ে স্যারকে বিষয়টি জানানো হয়।

ওয়ার্কশপ মিস্ত্রি হাক্কানী (৪৫) ও তার ছেলে শিপন (১৭) বলেন, কয়েকদিন আগে পৌর কর্তৃপক্ষ ওই পুরাতন ভবনে জানালার গ্রিল মেরামত করতে বলেন। বিকালে পৌরসভার ওই পরিত্যক্ত ভবনের রুমে লোহার গ্রিল নিয়ে প্রবেশ করতেই ওই নারীর মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

আখাউড়া পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কী করে পৌর ভবনে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত করছে।