ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৪:১৫:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী মাদককারবারির সংখ্যা বাড়ছে

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ এএম, ২৬ নভেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমানে নারী মাদককারবারির সংখ্যা বাড়ছে। বিভিন্ন সময়ে মাদকসহ ধরা পড়ছেন নারীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালেও কিশোরগঞ্জের ভৈরবে ইয়াবাসহ এক নারী ধরা পড়েছেন। তার কাছে বিশেষ কায়দায় রাখা ৫ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরর সার্কেল অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব প্রান্তে নাটাল মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ জাহানারা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে।

আটক জাহানারা বেগম (৫০) কুমিল্লা জেলার কোতোয়ালি থানার চানপুর শুভপুর এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য অধিদপ্তরের একটি আভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব নাটালে মোড় সংলগ্ন এলাকায় আশুগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী লেগুনা গাড়িতে অভিযান চালায়। সন্দেহজনক এক নারীকে তল্লাশি করে গায়ের কাপড়ের ভেতরে মেলে ৫ হাজার পিস ইয়াবা। এ সময় উদ্ধারকৃত ইয়াবাসহ নারীকে আটক করা হয়। 

এ বিষয়ে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরর সার্কেল অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযানে ভৈরবপুর এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে রাস্তার ওপর লেগুনার ভেতরে সন্দেহজনক এক নারীকে তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটকৃত নারীকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি বলেন, ইদানীং নারী মাদককারবারির সংখ্যা বাড়ছে। বিষয়টি উদ্বেগজনক। মাদকে বিরুদ্ধে অভিযোন চলবে বলেও তিনি জানান।