ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৪:০৭:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

‘বদনজর’ থেকে বাঁচতে চাইছেন স্মৃতি-পলাশ

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫০ পিএম, ৩০ নভেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের বিশ্বকাপ জয়ী ব্যাটার স্মৃতি মান্ধানা ও তার বাগদত্তা পলাশ মুচ্ছাল এখন সোশ্যাল মিডিয়ায় আলোচিত জুটি। ভারতীয় সংগীত পরিচালকের সঙ্গে গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা। কিন্তু তা পিছিয়ে গেছে স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানার অসুস্থতার কারণে। পরে আরও নানা ঘটনায় দুজনের মাঝে বিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছিল। এরই মাঝে দুজনেই ইনস্টাগ্রামের বায়ো পাল্টে নেটিজেনদের আলোচনায় আসলেন নতুন করে।

এই জুটি বিয়ে স্থগিতের ঘোষণা দেওয়ার পর তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সোশাল মিডিয়ায় নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। শুরুটা হয় পলাশের সঙ্গে স্মৃতি তার বিয়ে সংক্রান্ত সব ছবি মুছে ফেলার পর। তারপর তার বাগদত্তার সঙ্গে আরেক নারীর ‘ঘনিষ্ঠ’ চ্যাটের কিছু স্ক্রিনশট সোশাল মিডিয়ায় এলে তাদের মাঝে ভাঙন দেখতে পেয়েছিলেন অনেকে। 

সম্প্রতি স্মৃতির বাবা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন।  বিয়ের নতুন দিনক্ষণ কবে ঘোষণা হচ্ছে, সেই অপেক্ষায় ভক্তরা। এরই মাঝে দুজনে তাদের ইনস্টাগ্রামের বায়োতে ‘নজর’ ইমোজি যুক্ত করেছেন। ‘বদনজর’ থেকে বাঁচতে এমন ইমোজি তারা দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এই দুঃসময়ে স্মৃতির পাশে থাকতে তার সতীর্থ জেমিমা রদ্রিগেজ বিগ ব্যাশ লিগ খেলতে অস্ট্রেলিয়ায় না গিয়ে দেশে থেকে গেছেন। বন্ধুর জন্য তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিবিএল ফ্র্যাঞ্চাইজি ব্রিসবেন হিট।