উপবৃত্তির তথ্য এন্ট্রি ও আপডেটের সময় বাড়ল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২০ এএম, ১ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
২০২৫–২৬ অর্থবছরে উপবৃত্তি দেওয়ার জন্য নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য হালনাগাদ করার সময়সীমা বাড়িয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।
রোববার (৩০ নভেম্বর) অধিদপ্তরের উপবৃত্তি সেল থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৪–২৫ অর্থবছরের বরাদ্দ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের প্রি-ভোকেশনাল (৬ষ্ঠ–৮ম), এসএসসি (ভোকেশনাল)/দাখিল (ভোকেশনাল) (৯ম–১০ম), এইচএসসি ভোকেশনাল/বিএমটি (একাদশ–দ্বাদশ), চার বছর মেয়াদি ডিপ্লোমার ১ম, ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের শিক্ষার্থীদের উপবৃত্তির তথ্য সংগ্রহ ও আপডেটের সময় বাড়ানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও বর্তমান শিক্ষার্থীদের তথ্য আপডেট করে আঞ্চলিক কার্যালয়ে পাঠাতে হবে। পরবর্তী ধাপে ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত আঞ্চলিক পরিচালকের কার্যালয় ডিটিই স্টাইপেন্ড এমআইএসের মাধ্যমে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে রেজুলেশনসহ মহাপরিচালকের কাছে পাঠাবে।
বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সব পলিটেকনিক, মনোটেকনিক, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ভোকেশনাল স্কুল, এইচএসসি (বিএমটি) প্রতিষ্ঠান, আঞ্চলিক কার্যালয় এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
