ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৩:০৫:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

তিন চিকিৎসকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো ড্যাব

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তিন চিকিৎসক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন– ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. মো. রাকিবুজ্জামান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. জাহিদুল ইসলাম শাকিল স্বাক্ষরিত এক পত্রে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের অভিযোগের ভিত্তিতে ড্যাবের আটজন চিকিৎসক নেতাকে ড্যাবের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত নেতাদের মধ্য থেকে ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. মো. রাকিবুজ্জামান গত ৬ নভেম্বর সদস্যপদ স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় ড্যাব অফিসে চিঠি দেন। চিঠিতে তারা কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমাপ্রার্থনা করেন এবং জাতীয়তাবাদী শক্তির একজন কর্মী হিসেবে খালেদা জিয়া ও তারেক রহমান সাহেবের অনুগত থেকে পুনরায় ড্যাব ও জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করার অনুমতি প্রার্থনা করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ নভেম্বর অনুষ্ঠিত ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রথম কার্যনির্বাহী সভায় বিষয়টি উত্থাপিত হয়। সভায় গৃহীত ১১নং সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কৃত সদস্যদের মধ্যে যারা আবেদন করবেন, তাদের বিষয়ে প্রত্যেকের কর্মকাণ্ডের গুরুত্ব বিবেচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আবেদন করা ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, ডা. শাওন বিন রহমান ও ডা. মো. রাকিবুজ্জামানের আবেদন বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য সুপারিশ ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রেরণপূর্বক নির্দেশিত হয়ে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

ড্যাবের আশা, বহিষ্কারাদেশ প্রত্যাহারের ফলে এই চিকিৎসকরা ড্যাবের সব কার্যক্রমে আগের মতো অংশগ্রহণ করবেন এবং ড্যাবের কার্যক্রমকে আরও গতিশীল ও সাফল্যমণ্ডিত করতে অবদান রাখবেন।