বেড়ে চলেছে সবজির দাম
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৩৫ এএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ০১:১৭ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
রাজধানীতে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও কমেনি সবজির দাম। শীতের আগাম সবজি বাজারে আসলেও হু হু করে বেড়ে চলেছে সবজির দাম।
রোববার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরসহ বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
গত সপ্তাহে ৬০-৮০ টাকা কেজি বিক্রি হওয়া শিমের দাম বেড়ে আজ ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজার ভেদে পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা কেজি। বাজার ও মানভেদে গাজর বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকা কেজি । একমাসের বেশি সময় ধরে বাজারে পাওয়া যাচ্ছে শীতের আগাম সবজি ফুলকপি। ফুলকপি প্রতি পিস দাম বেড়ে ৫০-৬০ টাকা হয়েছে। বাজারে নতুন আসা শীতের আগাম আরেক সবজি মুলা বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা কেজি। বাজার ভেদে বেগুন ৪০-৫০ টাকা, উস্তা ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটির দাম বেড়ে ৫০-৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁকরোল, চিচিঙ্গা, পটল, ঢেঁড়স, ধুনদল ও ঝিঙা ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ ৪০-৫০ টাকা, পেঁপে ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা পোয়া (২৫০ গ্রাম)।
সিপাইবাগ বাজার থেকে সবজি কেনা তামজীদ বলেন, গত সপ্তাহে এক কেজি বেগুন কিনেছিলাম ৪০ টাকা দিয়ে। এখন দাম চাচ্ছে ৫০ টাকা। শুধু বেগুন নয় এখন কোনো সবজি ৫০ টাকা কেজির নিচে পাওয়া যাচ্ছে না।
বাজার ও মানভেদে দেশি পেঁয়াজ আগের সপ্তাহের মতো ৪০-৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আমদানিকৃত রসুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। দেশি রসুনের দাম নেওয়া হচ্ছে ৪৫ থেকে ৬০ টাকা প্রতি কেজি।
বাজারভেদে ব্রয়লার মুরগি ১৩০-১৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। পাকিস্তানি কক ২২০ থেকে ২৪০ টাকা এবং দেশি মুরগি ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা, ছাগলের মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। খামারের মুরগির ডিম দুই সপ্তাহ আগে ৩২ থেকে ৩৪ টাকা হালি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৩৫ -৩৬ টাকা। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ টাকায়।
বাজারে মাছের মধ্যে রুই ও কাতলা ২৩০-৩০০ টাকা, বড় আকারের চিংড়ি প্রতি কেজি এক হাজার টাকা, মাঝারি আকারের ৭০০-৭৫০ ,তেলাপিয়া ১২০-১৪০ টাকা, কই ১৬০-১৭০ , পাঙ্গাশ ১০০-১৩০, নলা ১২০-১৩০ টাকা এবং সরপুঁটি ১৩০ টাকায় বিক্রি হয়েছে।
