ডিভাইসে বিভ্রাট হয় যখন
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:১৭ এএম, ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
সারাক্ষণ ছোটখাটো হ্যাকের ঘটনা ঘটেই চলে। সুরক্ষার প্রশ্নে স্বাভাবিক কিছু ঘটনা দৃশ্যমান হয়। কিন্তু বিশেষ নজরদারি না দেওয়ার কারণেই ঘটে বিপত্তি। এর জন্য রয়েছে বিশেষ চিহ্নিত কয়েকটি কারণ।
হঠাৎ এমনও হতে পারে, নিজের ডিভাইসে অচেনা অ্যাপ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ডাউনলোড হয়ে যেতে থাকে। দৃশ্যমান পরিস্থিতি এমন হলে এটি ফোন হ্যাক হওয়ার বিশেষ কারণ ম্যালওয়্যার রিসোর্স কারণ ছাড়াই হঠাৎ করে ফোন আচমকা ধীরগতি (স্লো) হয়ে পড়েছে– এমনটি অনুভূত হলে বুঝতে হবে, ডিভাইসে ম্যালওয়্যার হগিং রিসোর্সের আক্রমণ হয়ে থাকতে পারে। সর্বশেষ যা ঘটলে হ্যাক হওয়ার আশঙ্কা প্রায় নিশ্চিত বলে ধরে নেওয়া যায়।
রহস্যময় ফোনকল
অন্যদিকে, কোনো ফোন হ্যাক হয়ে গেলে বিশেষ বা অপ্রয়োজনীয় বেশ কিছু অ্যাপ নিজে থেকেই স্বয়ংক্রিয় রূপ ধারণ করে বা অন্যের কাছে নিজ থেকেই মেসেজ বা ফোনকল করে বসে। যদি পরিচিতজনের কাছে থেকে এমন অভিযোগ পৌঁছায়, তা হলে বুঝতে হবে, ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়েছে হ্যাকার চক্র। তখনই ঘটতে পারে যে কোনো ধরনের কারিগরি বিভ্রাট, যার অনুমান করা সহজ নয়। বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই এমনটা ঘটেছে, তা নিশ্চিত হয়ে যাবে।
উল্লিখিত সব কারণ থেকে ডিভাইসকে সুরক্ষা দিলে হ্যাক হওয়ার ঝুঁকি অনেকাংশে কমবে বলে বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন।
