গাজীপুরে ফ্ল্যাটে মিলল শিক্ষিকার লাশ
গাজীপুর প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:২৯ এএম, ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় একটি ফ্ল্যাট থেকে এক স্কুলশিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিক্ষিকা হলেন- ঢাকার রামপুরা থানার বনশ্রী এলাকার মৃত আব্দুল আউয়ালের মেয়ে সাহানা বেগম (৫৫)।
শনিবার (৬ ডিসেম্বর) তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পূবাইল মাজুখান এলাকায় একটি ফ্ল্যাটে ভাড়া থেকে সাহানা বেগম কালীগঞ্জে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে চাকরি করতেন। গত ৪-৫ দিন ধরে তার ফ্ল্যাটের দরজা বন্ধ দেখে এবং তার খোঁজখবর না পেয়ে অন্যান্য ভাড়াটিয়ারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
এ সময় বিছানার ওপর অর্ধগলিত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খালিদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
