ঢাকা, সোমবার ০৮, ডিসেম্বর ২০২৫ ১৩:০৫:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

অপরিপক্ব নবজাতককে পুকুর ফেলে দিলো মা

রাজবাড়ী প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশা উপজেলায় পুকুর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের পাশে আইনাল কবির খানের পুকুরে ভেসে থাকা নবজাতকের মরদেহ প্রথমে দেখতে পান স্থানীয়রা।

পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে ঘটনা জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাংশা মডেল থানা পুলিশ নবজাতকের নিথর দেহ উদ্ধার করে।

পাংশা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল গনি বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রিম্যাচিউর শিশুটিকে গর্ভপাতের পর কেউ বা কারা সেখানে ফেলে রেখে গেছে।