মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০৮ পিএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক
ঢাকার মোহাম্মদপুরে একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)-কে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতদের পরিবার জানায়, নাফিসার বাবা এ জেড আজিজুল ইসলাম উত্তরা সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। তিনি প্রতিদিনের মতো সোমবার সকাল ৭টার দিকে বাসা থেকে বেরিয়ে স্কুলে যান। পরীক্ষা চলমান থাকায় তিনি স্বাভাবিকের তুলনায় আগেই বাসায় ফেরেন। সকাল ১১টার পর বাসায় প্রবেশ করে প্রথমে মেয়ের রক্তাক্ত মরদেহ এবং পরে রান্নাঘরে স্ত্রীর নিথর দেহ দেখতে পান তিনি।
ঘটনার পর থেকেই পরিবারের সন্দেহ গৃহকর্মী আয়েশাকে ঘিরে। মাত্র চার দিন আগে অস্থায়ীভাবে ওই বাসায় কাজ নেওয়া আয়েশাকে সিসিটিভি ফুটেজে হত্যার দিন সকাল ৭টা ৫২ মিনিটে কালো বোরকা পরে বাসায় ঢুকতে দেখা গেছে। পরে সকাল ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস ও ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে দেখা যায়।
পুলিশ জানায়, আয়েশা মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পে ভাড়া থাকতেন। নিহত পরিবারের কাছে তার সম্পর্কে এর বেশি তথ্য ছিল না। ঘটনার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, সিসিটিভির ফুটেজসহ সব প্রমাণ যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।
এসময় তিনি আরও জানান, হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।
