সন্ধ্যায় শিরোপা জয়ের মিশনে মেয়েরা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:৩৮ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ০৩:১৮ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার
আজ রোববার ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৮ ফাইনাল খেলতে নামছে মারিয়া মান্ডার দল। প্রতিপক্ষ এবার নেপাল। শিরোপার লড়াই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
এই আসরের প্রতিটি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। তিন ম্যাচে প্রতিপক্ষের জালে বাংলাদেশের গোলসংখ্যা ২৩টি। প্রতিপক্ষ নেপালের গোলসংখ্যা সমান ম্যাচে ১৪টি। এই নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়াও বয়সভিত্তিক ফুটবলে নেপালের কাছে কখনই হারেনি বাংলাদেশের মেয়েরা।
আজকের ম্যাচ নিয়ে কোচ গোলাম রব্বানী ছোটন। বলেন, ভুটানে আমাদের প্রথম লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। লক্ষ্য পূরণ হয়েছে। গত মাসে এখান থেকে আমাদের মেয়েরা ট্রফি নিয়ে ফিরতে পারেনি। ওটা মেয়েদের মনে আছে। ওই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছি। এখানেও চ্যাম্পিয়ন হতে চাই আমরা। এখন ফাইনালটা জিততে আমাদের সর্বোচ্চ চেষ্টাই থাকবে।
ছোটন আরও বলেন, নেপাল যথেষ্ট শক্তিশালী দল। ওদের একটুও খাটো করে দেখার সুযোগ নেই। ভারতের সঙ্গে ওরা ভালো খেলেই জিতেছে। তবে মেয়েরা সাম্প্রতিক সময়ে যেমন ফুটবল খেলছে, তেমনটা খেলতে পারলে আমরাই চ্যাম্পিয়ন হব।
