ঢাকা, বুধবার ১০, ডিসেম্বর ২০২৫ ১১:২০:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

গুগলের ডপ্ল অ্যাপে এআই নির্ভর কেনাকাটার নতুন ফিড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৫ এএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডপ্ল মূলত এআই ব্যবহার করে দেখায়, কোন পোশাকটি আপনার ওপর কেমন মানাবে। নতুন ফিড সেই অভিজ্ঞতাকে আরও সহজ করছে।

ফিডে দেখানো প্রায় সব পণ্যই শপেবল। এক ক্লিকেই চলে যাওয়া যাবে বিক্রেতার ওয়েবসাইটে। ফিডে দেখা যাবে এআই তৈরি ভিডিও এবং ব্যক্তিগত স্টাইল অনুযায়ী সাজেশন।

গুগল জানায়, ডপ্লে দেওয়া পছন্দ, ব্রাউজিং হিস্ট্রি এবং ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশনের ওপর ভিত্তি করে এই সাজেশন তৈরি হয়।

সাম্প্রতিক সময়ে টিকটক ও ইনস্টাগ্রামের শর্ট ভিডিও ব্যবহারকারীদের কেনাকাটার অভ্যাস বদলে দিয়েছে। দেখতে দেখতে কেনার প্রবণতা বেড়েছে।

গুগল সেই অভ্যাসকে কাজে লাগাচ্ছে। তবে এখানে সব ভিডিওই এআই তৈরি। কোনও বাস্তব ইনফ্লুয়েন্সার নেই।

অনেকে হয়তো এআই তৈরি ভিডিও পছন্দ নাও করতে পারেন। তবে গুগলের মতে, ব্যবহারকারীরা যেভাবে ভিজ্যুয়াল কনটেন্টে অভ্যস্ত, সেটিরই উন্নত সংস্করণ এটি।
ই–কমার্সে নতুন কৌশল পরীক্ষা করতেও এটি কাজে দেবে।

ডপ্লে এআই ভিডিও নতুন কিছু নয়। আগেও অ্যাপটি স্ট্যাটিক ছবিকে ভিডিওতে রূপান্তর করত। এতে পোশাকের ফিট সম্পর্কে ব্যবহারকারীরা আরও বাস্তব অভিজ্ঞতা পেতেন।

নতুন ডিসকভারি ফিডটি যুক্তরাষ্ট্রে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু হচ্ছে। ১৮ বছরের বেশি বয়সীরা এটি ব্যবহার করতে পারবেন।