ঢাকা, বুধবার ১০, ডিসেম্বর ২০২৫ ১২:১৭:৫৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিপিএলে আসছেন ভারত ও পাকিস্তানি উপস্থাপক

ক্রীড়া প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২১ এএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের পর্দা উঠছে। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে নিলাম। চলছে আসর শুরুর শেষ সময়ের প্রস্তুতি। এবার আসরের সঞ্চালক হিসেবে বিদেশি দুজন উপস্থাপিকার নাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিপিএলের উপস্থাপিকা হিসেবে থাকছেন দুই বিদেশি। পাকিস্তানের জনপ্রিয় ক্রীড়া উপস্থাপক জয়নব আব্বাস ও ভারতের রিধিপা পাঠক। নিজেদের ফেসবুক পেজে তাদের ভিডিও প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বিপিএল কতৃপক্ষ।

এদিকে ইতোমধ্যেই তারকাবহুল ধারাভাষ্য প্যানেলও ঘোষণা করেছে বিপিএল কতৃপক্ষ। দেশি সমন্বয় ঘোষ ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজার ভিডিও প্রকাশ করে তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে তারা। একদিন আগেই ধারাভাষ্যকার হিসেবে ড্যারেন গফের নামও প্রকাশ করেছে বিসিবি।

বিপিএলের এবারের আসরের ধারাভাষ্যকারের তালিকায় মরিসন রয়েছেন। মরিসন-রমিজের পাশাপাশি প্রথমবার বিপিএলে ধারাভাষ্য দিতে আসতে যাচ্ছেন ওয়াকার ইউনুসও। থাকছেন লঙ্কান ফারভেজ মাহরুফও। এ ছাড়া অস্ট্রেলিয়ার জেমি কক্স এবং ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রিকেও দেখা যাবে বিপিএলে ধারাভাষ্য দিতে

বিদেশি ধারাভাষ্যকারদের সঙ্গে বাংলাদেশিদের মধ্যে আতহার আলী খান, শামীম আশরাফ চৌধুরি, মাজহার ‍উদ্দিন অমি ও সমন্বয় ঘোষকেও দেখা যাবে।