ভেনেজুয়েলার বিতর্কিত নেতাকে নোবেল পুরস্কার দেয়ার সমালোচনা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৫ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগ্রহিত।
ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাশাদোকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে বুধবারের অনুষ্ঠানের আগেই তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে, তার অবস্থান শান্তি পুরস্কারের মূল চেতনার অবমাননা করে।
মাশাদো প্রকাশ্যে অতি জোরালোভাবে ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাদুরোকে শক্তি প্রয়োগ করে অপসারণের পদক্ষেপ সমর্থন করেন, যেখানে ২২টি মার্কিন হামলায় অন্তত ৮৭ জন নিহত হয়েছে। তিনি এও দাবি করেছিলেন যে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছিলেন, যা ইতোমধ্যে ভ্রান্ত প্রমাণিত হয়েছে।
নোবেল পুরস্কার ইতিহাসবিদ অসলে স্বিন বলেন, ‘গাজা বা সুদান নিয়ে পুরস্কার ঘোষণা হবে বলে অনেকের প্রত্যাশা ছিল, এবং প্রাথমিক প্রতিক্রিয়া সতর্কভাবে ইতিবাচকই ছিল, কিন্তু তিনি পুরস্কারটি মার্কিন প্রেসিডেন্টকে উৎসর্গ করে হামলার সমর্থন জানানোর পর তা বদলে যায়।’
১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত ‘নরওয়েজিয়ান পিস কাউন্সিল’, যারা সাধারণত প্রতি বছর ১০ ডিসেম্বর টর্চলাইট শোভাযাত্রা আয়োজন করে থাকে, এবার তা করতে অস্বীকার করেছে। কাউন্সিলের প্রধান এলিনে লোরেন্সেন বলেছেন, সংলাপভিত্তিক অহিংস সংঘাত-সমাধান নীতির সঙ্গে সাংঘর্ষিক।
আইন বিশেষজ্ঞদের মতে ক্যারিবিয়ানে মার্কিন হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, কারণ তাৎক্ষণিক হুমকি সৃষ্টি না করা বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করা বৈধ নয়। অসলোতে ‘যুদ্ধবাজদের জন্য শান্তি পুরস্কার নয়’ স্লোগানে একটি বিক্ষোভও হয়েছে, যেখানে সমালোচকরা অভিযোগ করেছেন যে পুরস্কারটি লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপকে বৈধতা দিচ্ছে।
নরওয়ের কর্মকর্তারা বলেছেন, ভেনেজুয়েলা সরকারের সতর্কবার্তা সত্ত্বেও যদি মাশাদো দেশ ত্যাগ করেন অথবা ফিরে আসার চেষ্টা করেন তবে তাকে পলাতক হিসেবে আটক করা হতে পারে।
