গভীর পাইপে আটকে আছে দুই বছরের শিশু, চলছে উদ্ধারকাজ
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৪ পিএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগ্রহিত।
রাজশাহী জেলার তানোরে একটি পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে গেছে দুই বছরের এক শিশু। আজ বুধবার দুপুরের এই ঘটনার পর সাত ঘণ্টা পেরিয়ে গেলেও ওই শিশুকে উদ্ধার করা যায়নি।
তবে তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। সেইসঙ্গে, শিশুটিকে বাঁচিয়ে রাখতে পাইপের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানিয়েছেন, বুধবার দুপুর একটার দিকে বাবা-মায়ের সঙ্গে ঘটনাস্থলে এসেছিল দুই বছর বয়সী ওই শিশুটি। সেখানে খেলতে গিয়ে একপর্যায়ে সে পরিত্যাক্ত ওই নলকূপের পাইপের ভেতরে পড়ে যায়।
এসময় তার বাবা-মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু ব্যর্থ হওয়ায় পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীদের খবর দেয়। এরপর দুপুর থেকেই ফায়ার সার্ভিসকর্মীরা শিশুকে উদ্ধারে কাজ করছেন। তারা ধারণা করছেন যে, শিশুটি এখনো জীবিত রয়েছে।
বর্তমানে এক্সকাভেটর দিয়ে মাটি খুঁড়ে ও পাইপ কেটে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
