ঢাকা, শনিবার ১৩, ডিসেম্বর ২০২৫ ০:০৫:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতীয় বিমানে কবুতর, যাত্রীদের আনন্দ-উল্লাস

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৩ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইটের ভেতরে হঠাৎ করে একটি পায়রা ঢুকে পড়ে, যা যাত্রীদের একই সাথে অবাক ও আনন্দিত করে। ঘটনার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ভিডিওতে, পায়রাটিকে বিমানের ভেতরে যাত্রীদের চারপাশে উড়তে দেখা যায়। যাত্রীরা হাসাহাসি করেন, ভিডিও তৈরি করেন এবং কবুতরটিকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন।  এমনকি একজন যাত্রীকে এটিকে ধরার চেষ্টা করতে দেখা যায়, অন্যরা অবাক হয়ে দৃশ্যটি দেখেন।

ভিডিওর ক্যাপশনে এক যাত্রী লিখেছেন, ‘বিমানে অবাক অতিথি, হাস্যরস এবং আনন্দের এক মুহূর্ত। এটি অনেক উপভোগ করেছি।

পোস্টে দেওয়া হ্যাশট্যাগ থেকে বোঝা যাচ্ছে, ঘটনাটি ভদোদরাগামী একটি ফ্লাইটে ঘটেছে। ভিডিওটির মন্তব্য অংশে লোকেরা আকর্ষণীয় মন্তব্য করছে।