দেশে ফিরেছে দামাল মেয়েরা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১১:৪৯ এএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৮:২২ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
দেশে ফিরেছে অনুর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ী বাংলার দামাল মেয়েরা। আজ সোমবার সকাল বাংলাদেশ সময় সোয়া আটটায় হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে শিরোপা জয়ী মেয়েরা।
অনুর্ধ্ব-১৮ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ভুটানের উদ্দেশ্যে দেশ ছেড়েছিল বাংলাদেশ নারী দল। রোববার সন্ধ্যায় ভুটানের থিম্পুতে ফাইনাল ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিজেদের মিশন সম্পন্ন করেছেন মৌসুমী, স্বপ্না, কৃষ্ণা, মারিয়া, সানজিদা ও তহুরারা। শিরোপা জিতে সোমবার সকালেই শিরোপা নিয়ে দেশে উপস্থিত হয়েছে নারী দল।
অনুর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলের বিপক্ষে ১৭-০ গোলের বিশাল ব্যবধানে জিতেছিল বাংলাদেশের মেয়েরা। পরে গ্রুপের শেষ ম্যাচে নেপালকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পা রাখে সেমিফাইনালে।
শেষ চারে স্বাগতিক ভুটানের বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। রোববার ফাইনাল ম্যাচে নেপালকে হারিয়েই নিজেদের শিরোপাস্বপ্ন সত্যি করেছে নারী দল।
এদিকে এ বিজয়ে তাদের অভিনন্দ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ বলেন, ‘এই জয় বাংলাদেশের ফুটবলের ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে এবং দেশের ফুটবলকে এগিয়ে নেবে।’
তিনি দলের সকল খোলোয়াড়, কোচসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে আশা করেন অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল দল ভবিষ্যতে জয়ের এই ধারা অব্যাহত রাখবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন।
আজ এক বার্তায় প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ ও অন্যান্য কর্মকর্তাদের অভিনন্দন জানান।
