জুলাইযোদ্ধাদের নিরাপত্তায় হতে পারে বিশেষ সেল
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৩৮ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
জুলাইযোদ্ধাদের নিরাপত্তায় কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই কমিটির চূড়ান্ত অনুমোদনের জন্য আজ রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রস্তাব পাঠানো হবে।
প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে সার্বিক বিষয় পর্যালোচনা করে জুলাইযোদ্ধাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে কাজ করবে এই কমিটি। এ জন্য বিশেষ একটি সেল গঠন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৈঠক সূত্রে জানা যায়, জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি ও বিভিন্ন বাহিনীর প্রধানদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠনের কাঠামো তৈরি করা হয়েছে।
প্রধান উপদেষ্টা কমিটির অনুমোদন দিলে কার্যক্রম শুরু হবে। এরপর কমিটির সুপারিশের আলোকে নির্বাচনকালীন জুলাইযোদ্ধাদের নিরাপত্তা দেবে সরকার।
