ঢাকা, সোমবার ১৫, ডিসেম্বর ২০২৫ ০:১৮:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেসি ভক্তদের কাছে ক্ষমা চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১০ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে ভারতে এসেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সফরের প্রথম দিনেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে দর্শকদের সঙ্গে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মেসি। তবে সেখানে চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা।

সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির আগমন ঘিরে আয়োজিত অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেসিকে দেখতে গিয়ে এমন ঘটনার শিকার হওয়া দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি। 

সল্টলেকের এই ঘটনায় কিছুটা বিস্মিতও হয়েছেন মমতা। আজ এক্স পোস্টে তিনি লেখেন, 'সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত।'

'হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও আজ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি-সহ সমস্ত ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।'

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন মমতা।