ঢাকা, রবিবার ১৪, ডিসেম্বর ২০২৫ ২৩:৪৬:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

১১ দলের লিগ শুরুর ঘোষণা বাফুফের

ক্রীড়া প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৬ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবশেষে নারী ফুটবল লিগ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ আগামীকাল থেকে দলবদল ও ২৯ ডিসেম্বর থেকে খেলা শুরুর বিষয়টি জানিয়েছেন। এই লিগে ১১টি দল এতে অংশগ্রহণ করবে। 

লিগ নিয়ে বাফুফে নারী উইংয়ের প্রধান কিরণ বলেন, ‘আগামীকাল ১৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর আমাদের দলবদল। ২৯ ডিসেম্বর থেকে লিগ শুরু হবে এবং শেষ হবে ৩১ জানুয়ারি। একটা কম সময়ের ভেতর লিগ হচ্ছে, তারপরও আমরা ফিকশ্চারটা ওভাবেই করেছি, যাতে করে প্রত্যেকটা ম্যাচের পর দু’দিন করে গ্যাপ থাকে।’ 

মাত্র এক মাসের মধ্যে লিগ শেষ হওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের প্লেয়াররা অস্ট্রেলিয়ায় খেলতে যাবে। তাই আমরা এটি চেয়েছিলাম, কারণ বছরে তো একটাই লিগ হয়, যে সেই লিগ থেকে ওরা আর্ন করে।’

এবারের লিগে নতুনত্ব– বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগ। এই প্রসঙ্গে কিরণ বলেন, ‘আমরা ফরেইন প্লেয়ার এলাউ করতেছি চারজন করে এবং খেলতে পারবে তিনজন।’ শুধু বিদেশি খেলোয়াড় নয়, বয়সভিত্তিক খেলোয়াড় নিয়েও রয়েছে নির্দেশনা। 

এ নিয়ে কিরণ বলেন, ‘চারজন আন্ডার-১৭ এর প্লেয়ার থাকতে হবে এবং মিনিমাম চারজন আন্ডার-২০ প্লেয়ার থাকতে হবে। একইভাবে ফার্স্ট ইলেভেন যখন নামবে, সেখানে আন্ডার-১৭ এর দু’জন এবং আন্ডার-২০ থেকে দু’জন নামবে। আর যদি প্লেয়ার রিপ্লেস করতে হয়, তখনও বয়সভিত্তিক লেভেল দিয়ে রিপ্লেস হবে।’

নারী ফুটবল লিগে পুল হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত হচ্ছে না। ক্লাবগুলো তাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী খেলোয়াড় নিতে পারবেন। সর্বোচ্চ ৩৫ আর সর্বনিম্ন ২৩ জন করতে পারবে। লিগের ভেন্যু কমলাপুর স্টেডিয়াম।