ঢাকা, রবিবার ১৪, ডিসেম্বর ২০২৫ ২৩:৪৬:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৪ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই আছে। তাঁর শারীরিক উন্নতি খুবই ধীর গতিতে হচ্ছে। প্রতি মুহূর্তেই তাঁকে চিকিৎসার মধ্যে রাখা হচ্ছে। স্যালাইন ও ইনজেকশনের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হচ্ছে। সেই সঙ্গে চলছে নিয়মিত ডায়ালাইসিস। গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য এসব তথ্য জানান। 

তিনি বলেন, খালেদা জিয়ার উন্নতি হচ্ছে। তবে আহামরি নয়। কিছু ছোট ছোট ক্ষেত্রে উন্নতি হচ্ছে। তাঁর অবস্থা এখনও বিদেশে নেওয়ার মতো নয়। মেডিকেল বোর্ড দেশে রেখেই তাঁকে ঝুঁকিমুক্ত করতে চায়। কারণ শরীরে গুরুতর ইনফেকশনের কারণে উন্নত অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। ম্যাডাম এখনও ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টের মধ্যে আছেন।

খালেদা জিয়া কথা বলতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সিসিইউর রোগীদের এমনিতেই কথা কম বলতে হয়। কারণ প্রতিনিয়ত ঘুমের ওষুধ দেওয়া হয়। তবে ডাকলে কিছুটা কথা বলেন। আশা করি সবার দোয়ায় তিনি সেরে উঠবেন।  
বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। দেশি-বিদেশি ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসায় পরিবর্তন আনছেন। হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষায় খালেদা জিয়ার ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির অবস্থা দ্রুত অবনতি পরিলক্ষিত হওয়ায় তাঁকে তাৎক্ষণিকভাবে কেবিন থেকে উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

জানা গেছে, দেশে ফেরার পর থেকে মেডিকেল বোর্ডের বৈঠকে সশরীরে অংশ নিচ্ছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। চিকিৎসার বিষয়গুলো তিনিই সমন্বয় করছেন।

মেডিকেল বোর্ডের আরেকজন সদস্য জানান, চিকিৎসকদের পরামর্শে গুলশানের বাসা থেকে প্রতিদিন তরল খাবার পাঠানো হচ্ছে। সার্বক্ষণিক খালেদা জিয়ার সঙ্গে আছেন জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান, গৃহপরিচারিকা ফাতেমা এবং স্টাফ রূপা আক্তার। বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার, ভাইয়ের স্ত্রী কানিজ ফাতেমা সার্বক্ষণিক পাশে আছেন। তাদের সঙ্গে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করেন খালেদা জিয়া। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবউদ্দিন তালুকদারের নেতৃত্বে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।