জিনাত আরা আপিল বিভাগের নতুন নারী বিচারপতি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৮:৪২ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
শপথ নিলেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া জিনাত আরাসহ তিন নতুন বিচারপতি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান। এখন তিনজন নতুন বিচারপতি নিয়োগের ফলে আপিল বিভাগের বিচারপতি সাতজনে উন্নীত হলো। সাত জনের মধ্যে জিনাত আরাই একমাত্র নারী বিচারপতি।
বিচারপতি জিনাত আরা ১৯৫৩ সালের ১৫ মার্চ জন্মগ্রহণ করেন। তার পিতার নাম এইচ. এম. আর. সিদ্দিকী, মাতার নাম বেগম আয়েশা সিদ্দিকী। জিনাত আরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্কুল আব হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ডিগ্রি লাভ করেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন স্কুল ও ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট কোর্স করেন। এছাড়া আন্তর্জাতিক সেমিনার ও ট্রেনিংয়ের জন্য বেইজিং, সাংহাই, আমেরিকা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, পাকিস্তান, পানামা, ফিলিপাইন, তাইওয়ান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড সফর করেন।
তিনি ১৯৭৮ সালের ৩ নভেম্বর বিচার বিভাগে মুনসেফ হিসেবে চাকরি শুরু করেন। এরপর ১৯৯৫ সালের ১৫ সেপ্টেম্বর জেলা ও দায়রা জজ হিসেবে তিনি পদোন্নতি পান। এর ধারাবাহিকতায় ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন। ২০০৫ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্টের বিচারক পদে নিয়োগ পান। রাষ্ট্রীয় প্রয়োজনে তিনি বেলজিয়াম, ইরাক, কুয়েত, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, জর্দান, সিরিয়া, সিঙ্গাপুর ও ইংল্যান্ড সফর করেন।
নারীদের অধিকারের বিষয়ে সবসময় সরব ছিলেন জিনাত আরা। তিনি মনে করেন, স্বাবলম্বী না হলে নারীর প্রতি সহিংসতা কমবে না। আর্থিকভাবে নারীদের স্বাবলম্বী হতে হবে। মেয়েদের শিক্ষিত ও স্বাবলম্বী করতে অভিভাবকসহ সমাজকে এগিয়ে আসতে হবে।
