ফুটবলার স্বপ্নার অসমাপ্ত স্বপ্ন
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:২১ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৬:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০১৮ শনিবার
অনেক সময় যোগ্যতা থাকলেও ভাগ্যের বিড়ম্বনায় প্রাপ্য পুরস্কারও হাতছাড়া হয়ে যায়। যেমনটি ঘটেছে কিশোরী ফুটবলার সিরাত জাহান স্বপ্নার ক্ষেত্রে।
সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে স্বপ্না গোল করে ৭টি। নেপালের রেখা পাউডেলের গোলও ৭টি। পরে গোল্ডেন বল নির্বাচন করতে টস করা হয়। সেই টসে ভাগ্যের কাছে হার মানতে হয় স্বপ্নাকে।
তবে ব্যক্তিগত এই পুরস্কার নিয়ে তার কোনো কস্ট নেই। দেশকে চ্যাম্পিয়ন করতে পেরেই ম্বপ্না সবচেয়ে বেশি খুশি।
প্রথমে সর্বোচ্চ গোলদাতা হিসেবে স্বপ্নার নামই ঘোষণা করা হয়েছিল। তার নামের পাশে গোল লেখা ছিল আটটি। কিন্তু পর মুহূর্তেই জানা যায় তার গোল সাতটি। পাকিস্তানের বিপক্ষে একটি গোল লেখা হয়েছে সানজীদার নামে। সেদিন সানজীদার শটেই শেষ মুহূর্তে হেড করেছিল স্বপ্না। বল যে আগেই গোললাইন অতিক্রম করেছে, সেটি না জেনেই।
টসের সময়ও নাটক হয়েছে। প্রথমে টসে জিতেছিল স্বপ্নাই। কিন্তু সেটি মানতে চায়নি নেপালি প্রতিদ্বন্দ্বী। পরের বার টসের ফল যায় তার প্রতিদ্বন্দ্বীর পক্ষেই।
স্বপ্না অবশ্য বিরক্ত এই টসের নাটক নিয়েই, প্রথমে জানলাম আমিই সর্বোচ্চ গোলদাতা। কিন্তু পরে শুনি আমার গোল সাতটি ও নেপালের রেখারও গোল সাতটি। তাই টস হলো। টসেও প্রথমে আমি জিতেছিলাম। কিন্তু রেখা মানতে রাজি না হওয়ায় দ্বিতীয় টসে ও জিতে যায়। নেপালি প্রতিদ্বন্দ্বী কেন টস মেনে নিল না সেটিও বুঝতে পারিনি।
