ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৪:৫৭:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত নারী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩০ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের ব্যবধানে পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের মধ্যে শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

এরমধ্যে বিকেল সোয়া ৪টার দিকে মৌচাক এলাকায় বিকট শব্দে ফ্লাইওভার থেকে দুর্বৃত্তদের ছুড়ে মারা একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এক নারী পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। আহত নারীকে ট্রাফিক পুলিশ সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।