কিশোরী ধর্ষণের শিকার
হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৩৩ এএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
দিনাজপুরের হাকিমপুরে ১৬ বছরের মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোবারক আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গত মঙ্গলবার উপজেলার হরেকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোবারক আলী নন্দীপুর গ্রামের মনোয়ার হোসেনের ছেলে। সে হরেকৃষ্ণপুর গ্রামের আক্কাস আলীর জামাতা।
মোবারক আলী বাড়ি ফাঁকা পেয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর নানি মাঠ থেকে বাড়ি ফিরে ঘরে মোবারককে দেখে চিৎকার করতে থাকেন। প্রতিবেশীরা এসে তাকে আটক করেন। এ খবর শুনে শ্বশুরবাড়ির লোকজন এসে মোবারককে চড়-থাপ্পড় মেরে তাড়িয়ে দেয়। পরে টাকা দিয়ে বিষয়টি মীমাংসার জন্য চাপ দিতে থাকে।
কিশোরীর নানি জানান, ঘটনার পর থেকে তাঁর নাতনি কান্নাকাটি করছে। সে খাওয়া বন্ধ করে দিয়েছে। তিনি মোবারকের কঠোর শাস্তি দাবি করেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাওছার রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। ওই কিশোরীর পরিবারকে বলা হয়েছে আইনের আশ্রয় নিতে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
