ঢাকা, শুক্রবার ১৯, ডিসেম্বর ২০২৫ ২০:২৬:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেলায় দুই নারীকে চেয়ার দিয়ে পেটানোর ভিডিও ভাইরাল

চট্টগ্রাম প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুই নারীকে চেয়ার দিয়ে বেধড়ক পেটাচ্ছেন এক যুবক। একপর্যায়ে তাদের একজন মাটিতে পড়ে গেলেও সেখানে চেয়ার দিয়ে মারতে দেখা যায় ওই যুবককে। পাশের আরেক নারী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাটি গত মঙ্গলবারের। চট্টগ্রাম নগরের সিআরবি এলাকায় বিজয় মেলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিজয় দিবস ঘিরে গত রোববার থেকে মঙ্গলবার সিআরবি শিরীষতলা এলাকায় তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। মেলাকে কেন্দ্র করে আশপাশে বিভিন্ন ভাসমান দোকান গড়ে উঠে। মঙ্গলবার কয়েক হাজার মানুষ ভিড় করেন। বিভিন্ন দোকানে আগে-পরে খাবার দেওয়া নিয়ে বেশ কয়েকটি দোকানে মারামারির ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া ২৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মূল মেলার বাইরে খাবারের দোকানে এক যুবক দুই নারীকে প্লাস্টিকের চেয়ার হাতে বেধড়ক পেটাচ্ছেন। নারীদের একজন মাটিতে লুটিয়ে পড়েন। এরপরও চেয়ার দিয়ে মারতে থাকেন ওই যুবক। পাশ থেকে আরেক নারী এগিয়ে এলে তাকেও চেয়ার হাতে মারধর করেন ওই যুবক। পাশে আরও দুই যুবককে হাতাহাতি করতে দেখা যায়।

এ ব্যাপারে জানতে চাইলে সিআরবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সাইদ বলেন, ঘটনার পর দুই নারী ফাঁড়িতে এসে মৌখিক অভিযোগ দেন। পরে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ওই দুই নারী সেখান থেকে চলে যান। সেদিন বেশ কয়েকটি দোকানে মারামারির ঘটনা ঘটে।

এদিকে, পুলিশের বিষয়টি তদন্ত করে দোষীকে শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সহসভাপতি আসমা আক্তার। তিনি বলেন, দেশে নারীদের নিরাপত্তা নিয়ে সবাই শঙ্কিত। দুজন নারীকে এভাবে বেধড়ক পেটানো ন্যক্কারজনক। পুলিশের উচিত ছিল বিষয়টি তদন্ত করা। ভিডিও যেহেতু আছে, তাদের তদন্ত করে বিচারের আওতায় আনা উচিত।