ঢাকা, শনিবার ২০, ডিসেম্বর ২০২৫ ১৩:৩৮:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৭ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শনিবারের অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। জুলাইযোদ্ধা শহীদ ওসমান হাদির মৃত্যুতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল্যাহ মাহামুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত তারিখে অনুষ্ঠেয় সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

এতে আরও জানানো হয়, স্থগিত পরীক্ষাগুলোর নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে জানানো হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ এবং ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।