ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছর কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫১ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা ২ মামলায় শনিবার (২০ ডিসেম্বর) অ্যাডিয়ালা জেলের বিশেষ আদালত ১৭ বছর কারাদণ্ড দিয়েছেন।
আদালতের বিশেষ বিচারক সেন্ট্রাল শারুখ অর্জুমান্দ এই মামলার শুনানি পরিচালনা করেন।
বুশরা বিবির সাজা—
সেকশন ৪০৯ অনুযায়ী ১০ বছর;
সেকশন ৫, ২ ও ৪৭ অনুযায়ী আরও ৭ বছর।
ইমরান খানের সাজা—
সেকশন ৪০৯ অনুযায়ী ১০ বছর;
সেকশন ৫, ২ ও ৪৭ অনুযায়ী আরও ৭ বছর।
একই সঙ্গে উভয়ের প্রত্যেককে ১৬.৪ মিলিয়ন পাকিস্তানি রুপি জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মোট সাজা উভয়ের জন্যই ১৭ বছর করে।
