ঢাকা, বৃহস্পতিবার ০২, মে ২০২৪ ৫:০৮:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১১:১৮ এএম, ১০ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০৯:৫২ এএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

আজ বুধবার ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য’।

এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের যৌথভাবে ৯, ১০ ও ১৩ অক্টোবর তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

এরই অংশ হিসেবে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে তিনটি সেমিনার অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় প্রথম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি)।

দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে সংকটাপন্ন রোহিঙ্গাদের জন্য টেকসই মনোসামাজিক সেবা শীর্ষক দ্বিতীয় সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ।

আর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সময়ের দাবি : হাসপাতালে ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের দ্রুত নিয়োগ দিন বিষয়ক তৃতীয় সেমিনার।

পাশাপাশি বিশেষ আয়োজন হিসেবে থাকছে উন্মুক্ত মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রদর্শনী। এছাড়া মঙ্গলবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে ৬টি বিশেষ কর্মশালা। আর ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ৫টি বিশেষ কর্মশালা।

এর মধ্যে রয়েছে- মানবিক বিপর্যয়ে মানসিক স্বাস্থ্য ও সুরক্ষা, প্যারেন্টিং স্কিল ট্রেনিং, উদ্বেগ ব্যবস্থাপনা, শিক্ষণ কৌশল, রাগ নিয়ন্ত্রণ, মানসিক চাপ মোকাবিলা, মাইন্ডফুলনেস, অটিজম, ফ্যামিলি থেরাপি, নিউরোসাইকোলজি ও স্বপ্রণোদিত আসক্তি নিয়ন্ত্রণ।

উক্ত সেমিনার ও কর্মশালা সমূহের মাধ্যমে দেশের মানুষের মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং মানসিক স্বাস্থ্যের বিকাশ ও অগ্রগতিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।